মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশ প্রেমিক শক্তিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুকরণীয় আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশবিরোধী সব কর্মকান্ড ও অশুভ শক্তিকে প্রতিহত করতে আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের কোন বিকল্প নেই। ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি পরিবার আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ৭ নভেম্বর বক্তারা এসব কথা বলেন। ঈদগাঁও বাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সোপান ৭ নভেম্বর এর তাৎপর্য ও গুরুত্ব আলোচনাকালে বক্তারা আরো বলেন, দেশে আরো একটি ৭ নভেম্বর দরকার। এ দিনেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সিপাহীরা মহান বিপ্লবে অংশ নিয়েছিলেন। বন্দী দশা থেকে মুক্ত করেছিলেন সেনা প্রধান জিয়াউর রহমানকে এবং তাকে বসিয়েছিলেন বিপ্লবের মহানায়কের আসনে। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সে বিপ্লব অনন্য মাত্রা লাভ করেছিল। ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি সিনি. সহ-সভাপতি মনজুর আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংগঠনিক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. শওকত আলম। আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মো. শফি, ইসলামাবাদ বিএনপি সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মোজাম্মেল হক, পোকখালী বিএনপি সাধারণ সম্পাদক এইচ এম সেলিম উল্লাহ, ইসলামপুর বিএনপি যুগ্ম সম্পাদক অধ্যাপক মকছুদ আহমদ, জালালাবাদ বিএনপি যুগ্ম সম্পাদক মাষ্টার নাছির উদ্দীন, উপজেলা যুবদল সভাপতি মো. আযমগীর, শ্রমিকদল সভাপতি আবু তাহের মুন্না ও থানা ছাত্রদল সভাপতি বেলাল উদ্দীন বেলাল। আলোচকরা বলেন, দেশে আজ এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং চাঁদাবাজি, সন্ত্রাস জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। অর্থনীতির মুখ থুবড়ে পড়েছে। নিলর্জ্জ্ব দেশবিরোধী চক্র জনমতের কোন তোয়াক্কা করছে না। তারা ভিন্ন মত এবং গণতন্ত্র মেুাটেও সহ্য করতে পারে না। তাই দেশ ও জনগণের স্বার্থে এ গণবিরোধী অবৈধ সরকারের কবল থেকে মুক্তির লক্ষ্যে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবীতে গণ ঐক্য গড়ে তুলতে হবে। উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জানে আলম, ছব্বির আহমদ কোম্পানী, মেম্বার মো. নুরুল আলম, মেম্বার মোক্তার আহমদ, হাজী জালাল আহমদ, সিরাজুল হক, জেলা যুবদল সদস্য মেম্বার মো. শাহজাহান, জসিম উদ্দীন আহমদ, কামাল হোসেন, মোস্তফা আল আশরাফ, নুরুল আজিম, আবু হেনা, আহমদ ফারুক, নুর মো. নোমান, ছাত্রদল সেক্রেটারী জুনাইদ হাসান, ফরিদুল আলম, নুরুল হুদা, মোস্তফা কামাল, নাজিম উদ্দীন, নুুরুল আমিন, সাজ্জাদুল হক, ছাত্রনেতা সোহেল রানা, মিজবাউল হক, মো. রায়হান, মো. আরফাত, রিদুয়ানুল হক প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যুবনেতা হাফেজ জিয়াউল হক মেম্বার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।