নিজস্ব প্রতিনিধি:

আসমাউল করিম (২৮), কামরুন্নাহার (২৮) ও সাদেসা আক্তার (২০) নামে ভারুয়াখালীতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্নকভাবে জখম হয়েছেন।  জানা গেছে মঙ্গলবার রাত ৪ টায় ভারুয়াখালি বানীয়া পাড়া এলাকায় আসমাউল করিমের দোকান সন্ত্রাসীরা লুটপাট শুরু করে। খবর পেয়ে দোকানের মালিক আসমাউল করিম বাধা দিতে গেলে এলাকার চিহ্ণিত সন্ত্রাসী ওমর আলী, সিরাজুল হক, নুরুল হক, শাহাজান (পিতা মৃত নাজিরুজ্জামান ) দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আসমাউল করিমকে মারাত্মক আহত করে। এ সময় আহত আসমাউল করিমকে তার স্ত্রী কামরুন্নাহার ও প্রতিবেশী সাদেসা আক্তার বাচাতে গেলে সন্ত্রাসীরা তাদেরও আক্রমণ করে এতে উভয় আহত হয় । লাঠি,ছুরি, রামদা’র আঘাতে তাদের শরীরের বিভিন্ন আংশ গুরুতর জখম হয়েছে। পরে স্থানীয়দে সহযোগিতায় আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় , ওমর আলী, সিরাজুল হক, নুরুল হক, শাহাজান (পিতা মৃত নাজিরুজ্জামান ) তারা চার ভাই । দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি , চুরি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তারা, পূর্বেও তাদের বিরুদ্ধে চুরি ,ডাকাতির অভোযোগ রয়েছে । তাদের ভাই নুরুল হক ইয়াবা ব্যবসার সাথে জড়িত । এদের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান স্থানীয়রা । ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান জানান, আমি ঘটনা সম্পর্কে সকালে অবগত হয়েছি, এই ঘটনায় অভিযুক্তদের ব্যাপারে আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান শফিক চেয়ারম্যান ।  আহতের পরিবার জানায় ,এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে ।