এম. বশির উল্লাহ, মহেশখালী
ক্রীড়া পরিদপ্তর প্রনীত বার্ষিক ক্রিড়া কর্মসূচি ২০১৭-১৮ ইং এর আলোকে মহেশখালীতে শুরু হয়েছে মাস ব্যাপী ক্রিকেট প্রশিক্ষন কর্মসূচি। গতকাল ৭ নভেম্বর বিকাল ৪টায় মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষনের শুভ উদ্ধোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশ,
জেলা ক্রিড়া কর্মকর্তা নাজিম উদ্দিন ভুঈয়্যা,
মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ও আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার আজম বিএ, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের, ঘটিভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আশরাফুল আজিজ সুজন, সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম।
উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন এম গিয়াস উদ্দিন ক্রিড়া মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় ও সাংবাদিক
মোহাম্মদ তারেক পরিচালক মহেশখালী ক্রিকেট একাডেমি।
অনুষ্টান পরিচালনায় ছিলেন মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামিম ইকবাল।
উক্ত ক্রিকেট প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও ক্লাবের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।