শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহামদ বলেছেন, কক্সবাজার হচ্ছে আন্তর্জাতিক মন্ডলে পরিচিত একটি স্থান। কক্সবাজারের ছুটে আসেন বিশ্বের অনেক মানুষ। বর্তমানে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘ ও বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ লোকজন আসছেন। এই জন্য স্বকীয়তা ধরে রাখতে হলে কক্সবাজারকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

মঙ্গলবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত “সকলে মিলে করি অঙ্গিকার, কক্সবাজার থাকবে সর্বদা পরিচ্ছন্ন এবং পরিষ্কার” শ্লোগানে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, একটি সুন্দর, অত্যাধুনিক নগরী গড়ার অঙ্গীকার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের। আমাদের উদ্যোগে আমরা জেলা প্রশাসন, পৌরসভা, নাগরিক সমাজ ও শিক্ষার্থী সমাজসহ সকলের সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি সকলে মিলে কাজ করলে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো। এর মাধ্যমে আমাদের স্বকীয়তা বজায় থাকবে।

কউক চেয়ারম্যান আরো বলেন, কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখতে এই ‘পরিচ্ছন্নতা অভিযান’ চলমান থাকবে। এই অভিযানের অংশ হিসেবে কক্সবাজার শহরের সব সড়ক পরিচ্ছনতা রাখার পাশপাশি যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল করে দোকান নির্মাণসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হবে।
মঙ্গলবার সকালে কক্সবাজার বিমানবন্দর ফটকে এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন ঘোষণা করেন কউক চেয়াররম্যান। সেখান থেকে শুরু তাঁর নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা দল প্রধান সড়ক হয়ে কউক কার্যালয়ে গিয়ে শেষ হয়। অন্যদিকে আরেকটি দল শহরের হলিডে মোড় থেকে যাত্রা করে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। আরেকটি দল কলাতলী মোড় থেকে শুরু হয়ে কউক কার্যালয়ে এসে শেষ করেন।

পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমে অংশ নেন কউক সদস্য (প্রকৌশল) লে. কর্ণেল আনোয়ারুল ইসলাম, সদস্য সাইফুদ্দীন ফরাজী, প্রকৌশলী বদিউল আলম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল আশ্রাফ, কক্সবাজার কমার্স কলেজের শিক্ষিকা নারগিস রনিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্তরের লোকজন।