ইমাম খাইর, সিবিএন:
মোঃ লোকমান হোসেন (৬২) নামে পাচারকারীর পাকস্থলী থেকে বিশেষ প্রক্রিয়ায় বের করা হলো ২ হাজার ইয়াবা।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এর আগের দিন সোমবার দুপুরে লোকমান হোসেনকে শহরের কলাতলী লংবীচ হোটেলের সামনের সৌদিয়া কাউন্টার এলাকা থেকে ২০০০ ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য টীম।
জেলা প্রশানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম (জয়) এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ওই দিনই তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মোঃ লোকমান হোসেন বরিশাল বাবুগঞ্জ এলাকার আবদুর রশিদ খানের ছেলে। তার বর্তমান ঠিকানা টেকনাফ লেঙ্গুরবিলের করাচিপাড়া গ্রামে।
তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মামলা নং-১৪/১৭।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার অফিসের ইন্সপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেবনাথ জানান, লোকমান হোসেন বরিশাল বাবুগঞ্জ এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। বিভিন্ন সে সড়ক পথে ইয়াবা পাচারের অভিযোগ ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি জানান, ইয়াবাগুলি গলধকরন করে সে বরিশাল যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।