জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে নুরুন্নবী (২৪) নামের এক বখাটে যুবককে ২ মাসে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

৭ নভেম্বর দুপরে সাজা দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম।

দন্ডপ্রাপ্ত নুরুন্নবী উপজেলা সদর ইউনিয়নের মজিদার পাড়া এলাকার নওশেদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কলেজ ছাত্রীকে উত্যক্ত করার সময় কলেজের অন্যান্য সহকর্মীরা নুরুন্নবীকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

থানার এসআই মোহাম্মদ হেলাল খাঁনের নেতৃত্বে একটি পুলিশ টীম ঘটনাস্থল হতে নুরুন্নবীকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম নুরুন্নবীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কলেজ শিক্ষার্থী নিশি বলেন, প্রতিদিন আটক নুরুন্নবী তাকে প্রেমের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হলে বিভান্ন অশ্লিল কথাবার্তা বলে। ঘটনার সময় তার সহপাঠিরা তা দেখে আটক করে পুলাশে খবর দেয়।

লোহাগাড়া থানার ওসি মো: শাহজাহান বলেন, অপরাদের জন্য কাউকে ছাড় দেওয়া যাবে না। নুরুন্নবীকে ভ্রাম্যমান আদালত ২ মাসের সাজা দেন। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।