সিবিএন:
উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ব্যবসার অভিযোগ শুনা যাচ্ছিল দীর্ঘ দিন। অবশেষে তার সত্যতা প্রমাণ হলো প্রশাসনিক অভিযানে।
৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে কুতুপালং-২ অস্থায়ী ক্যাম্পের ব্লক সি-২ এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের একটি টীম।
এ সময় ওই ব্লকের নূর আলমের স্ত্রী মনোয়ারা বেগমের দেহ ও ঘর তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন কুতুপালং-২ অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী। তিনি বর্তমানে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত।নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী সিবিএনকে জানান, রোহিঙ্গারা ক্যাম্পে বসে ইয়াবা ব্যবসা করছে- এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। এরপর সন্দেহভাজন কয়েকজনের ঘর তল্লাশী করা হয়। অভিযানে একজনের ঘর থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অভিযানে সেনাবাহিনী, ব্যাটেলিয়ন আনসার, বিজিবি ও পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা করেন।