সিবিএন ডেস্ক:
৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা ও ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। ঘোষণা অনুযায়ী ৩৭ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর আর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর।
মঙ্গলবার পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ অামরা অাজই একটি বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ৩৯ তম বিসিএসের জন বিধিমালা সংশোধনের জন্য জন প্রশাসন মন্ত্রণালয়ে সংশোধনী প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।