রকমারী ডেস্ক :
বহু ধরনের বিক্ষোভের সাক্ষী থাকতে হয় পুলিশ কর্মীদের। তার মোকাবিলাও তাঁরা করেন কড়া হাতে। কিন্তু দিল্লির নারেলা থানায় যে বিক্ষোভ হল তার জন্য বোধহয় প্রস্তুত ছিলেন না খোদ পুলিশকর্মীরাও। দলে দলে রূপান্তরকামীরা বিক্ষোভ দেখালেন সম্পূর্ণ নগ্ন হয়ে। তাঁদের বিক্ষোভে রীতিমতো হকচকিয়ে লজ্জায় পিছু হটেন পুলিশরাই।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দিল্লির এক বিশেষ অঞ্চলের দখল নিয়ে দুই রূপান্তরকামী গোষ্ঠীর মধ্যে দ্বন্দ বাধে। এক দলের অভিযোগ যে, পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করছে না। তাই মীমাংসা হচ্ছে না পুরো বিষয়টির। এমনকী পুলিশের বিরুদ্ধে ঘুষ চাওয়ারও অভিযোগ তুলেছেন তাঁরা। এই পরিস্থিতিতেই বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেয় রূপান্তরকামীদের একটি দল। নারেলা থানার সামনের রাস্তা জুড়ে তাঁরা নগ্ন হন। এমনকী নগ্ন অবস্থাতেই ঢুকে পড়েন থানার মধ্যেও। পুলিশ তাঁদের পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে থামাবার চেষ্টা করেও ব্যর্থ হন। থানার মধ্যে ঢুকেই একদল নগ্ন রূপান্তরকামীরা প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে শেষমেশ লজ্জায় পিছু হটেন খোদ পুলিশকর্মীরাই। অবশ্য পুলিশ তাদের বের করে দিতে বাধ্য হয়। অশান্তি সৃষ্টি করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছে পুলিশ।