মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

ঈদগাঁওর এক দম্পতি প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। এদের মধ্যে স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। জমি বিরোধকে কেন্দ্র করে ৬ নভেম্বর সকালে মাছুয়াখালীতে ঘটে এ ঘটনা। প্রাপ্ত তথ্যে প্রকাশ, মাছুয়াখালী মৌজার মুরাপাড়ায় স্থানীয় মৃত মোহাম্মদ শফির পুত্র নজির আহমদের ক্রয়কৃত দালিলিক জমির পূর্ব পাশের্^ ৫০ ফুট জমির মালিকানা নিয়ে প্রতিবেশী কবির আহমদ গংদের বিরোধ চলে আসছিল। উক্ত জমি/ পথে নজির ঘেরাবেড়া দিয়ে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করেন। সোমবার সকালে উক্ত জমিতে কবির আহমদ গং তাদের অংশ আছে দাবী করে ঐ ঘেরাবেড়া ভাঙচুর ও তাতে রোপিত গাছ-গাছালি কেটে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নজির তাদের বাঁধা দেয়ার চেষ্টা করে। উভয়পক্ষের বাদানুবাদের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করতে থাকে। এসময় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাকেও মারধর ও হেনস্থা করে। পরে তাদের বসতবাড়ীতে গিয়ে ভাঙচুর, ক্ষতিসাধন ও লূটপাটের ঘটনা ঘটায়। এতে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়েছে। স্থানীয় লোকজন আহত দম্পতিকে রামু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করান। বিষয়টি আহতদের পক্ষ থেকে স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে নজির আহমদ বাদী হয়ে একই দিন কক্সবাজার মডেল থানায় একটি এজাহার দাখিল করেছেন। তাতে মৃত আলী সাত্তারের পুত্র কবির আহমদ ও রমিজ আহমদ এবং রমিজ আহমদের পুত্র মো. মান্নান ও মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়।