কামাল শিশির ,রামু (কক্সবাজার) :
কক্সবাজার রামুতে পেয়াঁজ ও সবজির দাম এখন আকাশ ছোঁয়া । উপজেলার প্রতিটি হাট বাজারে এখন ৬০-৭০টাকার নিচে কোন সবজি বিক্রি হয় না । পাশাপাশি পেয়াঁজের দামও দিন দিন বাড়ছে । ৬নভেম্বর রামুর ঈদগড়,ফকিরাবাজার,রশিদনগর বাজার ঘুরে দেখা যায়,প্রতি কেজি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৭০টাকা । অপরদিকে কাচাঁ মরিচ বিক্রি হচ্ছে ১২০টাকা কেজি । ফলে নিম্ন ও মধ্যবিত্তরা পড়ছে বেকায়দায় । বাজারে গিয়ে তারা চোখে অন্ধকার দেখছে শুধু । এমনকি তাদের পক্ষে পেয়াঁজ ও সবজি কেনা অসম্ভব হয়ে পড়ছে । শুধু তা নয় ,আগে যারা ১কেজি করে বিভিন্ন সবজি ক্রয় করত বর্তমানে তারা আধা কেজি করে সবজি কিনছে । অভিযোগ উঠেছে বাজার মনিটরিং না থাকা এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সবজি ও পেয়াজের দাম দিন দিন দাম বাড়ছে । এভাবে বাড়তে থাকলে ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে যাবে । ঈদগড়ে বাজারে আসা ক্রেতা সপিউল আলম জানান,বাজারে ব্যবসায়ীরা মনগড়া দামে প্রায় সময় পেয়াঁজ ও সবজি বিক্রি করার কারণে তাদেরকে চড়া দামে সবজি ও পেয়াঁজ কিনতে হচ্ছে । রশিদ নগর এলাকার খোরশেদ আলম জানান, শীঘ্রই বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা দরকার । কেননা বাজারে পর্যাপ্ত সবজি ও পেয়াঁজ থাকার পরও ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছে । রামু বাইপাশ এলাকার চাকুরীজীবি নাছির উদ্দিন জানান, একশ্রেণীর অধিক মুনাফা লোভি ব্যবসায়ী বর্তমান আওয়ামীলীগ সরকারের ভাবমূর্তি ক্ষূর্ণ করার জন্য চড়া দামে সবজি ও পেয়াঁজ বিক্রি করছে । ফলে সাধারণ জনগণ নানা ভাবে কষ্ট পাচ্ছে । তাই সত্বর যথাযত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী সংশ্ল্ষ্টি কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ করছেন ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।