শাহজালাল শাহেদ, চকরিয়া:

“উন্নয়নের অক্সিজেন, জনকল্যাণে রাজস্ব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় কর অঞ্চল-৮৮ এর আয়োজনে দিনব্যাপি আয়কর মেলা সোমবার ৬নভেম্বর পৌরসভার থানা সেন্টারস্থ মা প্রমিলা ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় বর্ণিল বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজী মোহাম্মদ ইলিয়াছ। পরে তিনি কর অঞ্চল-৪ চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার শ্রাবনী চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে তুলে ধরতে আজকের করদাতারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। উন্নত বিশ্বে করদাতারা স্বেচ্ছায় কর দিতে নিজেকে অনেক বেশি গর্ববোধ মনে করেন। এজন্য ওই রাষ্ট্রসমূহ ততবেশি সমৃদ্ধ। জনসচেতনতাই পারে দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিতে নিয়ে যেতে। তাই চকরিয়া তথা এতদাঞ্চলের নুতন-পুরাতন করদাতাদেরও স্ব-উদ্যোগে আয়কর প্রদানে অভ্যস্ত হওয়ার মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের নারী প্যানেল চেয়ারম্যান আসমাউল হুসনা, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রাহেলা খানম রাহু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন, তরুণ ব্যবসায়ী ও করদাতা খলিল উল্লাহ চৌধুরী, সনাক টিআইবি চকরিয়ার সভাপতি অধ্যাপক সাহাবউদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ। পরে সেরা করদাতাদের মাঝে স্বীকৃতি হিসেবে সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

দিনব্যাপি এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন কর ইনপেক্টর মোহাম্মদ আমান উল্লাহ।