বিনোদন ডেস্ক:
সাহাবিদের জীবনী নিয়ে বাংলা ভাষায় সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান বাংলাদেশ নাইট ২০১৭- এ তিনি এই পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে অনন্ত জলিল তার বিখ্যাত গান ঢাকার পোলাসহ জনপ্রিয় ডায়লগের মাধ্যমে মঞ্চ মাতান। সেই মঞ্চের এক ফাঁকে তিনি ইসলামের দাওয়াতও দেন প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশ নাইট ২০১৭ তে উপস্থিত ছিলেন নগর বাউলের জেমস ও অর্থহীন ব্যান্ডের বেসবাবা সুমন।

এই অনুষ্ঠানের মাধ্যমে বেসবাবা সুমন এক বছর পর মঞ্চে গাইলেন।তবে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফেরা সুমনের সঙ্গে এই মঞ্চের প্রধান আকর্ষণ ছিলেন জেমস।