নুসরাত পাইরিন,কক্সবাজার,
কক্সবাজার পৌরসভার প্রধান সড়কে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। প্রধান সড়কে বিভিন্ন স্থানে এধরনের ময়লা স্তুপে চরম বিপাকে পড়তে হয় সাধারন পথচারিদের। বিঘ্ন হয় যানচলাচলে । অল্প বাতাসে ও বৃষ্টিতে দুগর্ন্ধযুক্ত আবর্জনার স্তুপ ছড়িয়ে পড়ে সড়কে। এতে যেমন দুষিত হচ্ছে পরিবেশ তেমনি পথচারির হাটাচলায় বিঘ্ন ও ট্রাফিক জ্যামের সৃষ্টি করছে। কক্সবাজার শহরে প্রধান সড়কের এমন জনর্দুভোগের চিত্র হরহামেশা দেখা যায়।
সরেজমিনে দেখা যায়,কক্সবাজার শহরের প্রধান সড়কের রুমালিয়ার ছড়া বাজার , ম্যালেরিয়া রোড ,বার্মিজ স্কুল রোড,লালদিঘীর দক্ষিন পাড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক ময়লা ফেলা হচ্ছে। আর এসব ময়লা ফেলছে পৌরসভার কর্মীরা।স্থানীয় অধীবাসিদের অভিযোগ পৌরসভার কর্মীরা এসব ময়লা রাস্তার পাশে জমা করলে ও সরিয়ে নেওয়ার কোনো গরজ দেখা যায়না।মাঝে মাঝে ময়লা গুলো তিন চার দিন পর্যন্ত পড়ে থাকে। এতে করে পথচারিরা নাকে রুমাল দিয়ে রাস্তার মাঝ বরাবর হাটতে বাধ্য হয়।
ম্যালেরিয়া রোডের অবস্থা আরো করুন । মাঝে মাঝে পুরো রোডটাই হয়ে উঠে ডাস্টবিন । হাটা চলা থেকে শুরু করে ঐ এলাকায় বসবাস করা আরো দুবিসহ হয়ে উঠেছে । এ ব্যাপারে জনপ্রতিনিধিদেরও কোন খবর নাই ।
শিক্ষার্থীরা আক্ষেপ করে বলে, প্রত্যেক দিন এমন দুগর্ন্ধ সহ্য করা যায় না। এর একটা সঠিক সমাধান না করলে প্রতিদিনই আমাদের ভোগান্তিতে পড়তে হবে। এসব নোংরা আবর্জনার ফলে বাতাসে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে।যা অজান্তেই মানুষের শরীরে ঢুকে যাচ্ছে।যদি সচেতন কোনো পৌরসভার প্রতিনিধি থাকত তবে এর অবশ্যই সমাধান করা যেত।এই আবর্জনা একদিকে স্বাস্থাহানির কারণ অপরদিকে রাস্তার সৌন্দর্য ও ক্ষুন্ন হচ্ছে। তাই স্থানীয় দোকানদার,সাধারণ পথচারি ও যাত্রিদের দাবি হলো অচীরেই এর সমাধান হোক।তাছাড়া এসব আবর্জনার জন্য পথচারিরা ঠিকমতো চলাফেরা করতে পারেনা।এসব ময়লা রাস্তার অনেকাংশ দখল করে আছে বহুদিন যাবৎ।মাঝে মধ্যে কিছু ময়লা অপসারণ করা হলেও বেশির ভাগ ময়লায় থেকে যায় রাস্তার পাশে।প্রতিনিধিদের কাছে জনগনের চাওয়া তারা যেন এর সুষ্ঠ সমাধান করেন এবং তা যেন ফলপ্রস্ত দীর্ঘস্থায়ী হয়।