এম.জিয়াবুল হক,চকরিয়া :

টিআইবির সহযোগি প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার উদ্যোগে গতকাল রোববার সকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদে জনগনের মাঝে সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

টিআইবি’র চকরিয়াস্থ আঞ্চলিক ব্যব¯’াপক এজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান আলহাজ মো.নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সনাকের সাবেক সভাপতি ও ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরী। শুভেচ্ছা জ্ঞাপন করেন সনাকের উপজেলা কমিটির সহ-সভাপতি সন্তোষ কুমার সুশীল। বক্তব্য রাখেন সনাক সদস্য জিয়া উদ্দিন, ইউপি সদস্য জসিম উদ্দীন, ইউপি সদস্য নুরুল আবছার, নারী সদস্য ওয়াহিদা সুলতানা হাসিনা ও ইউপি সচিব হুমায়ুন কবির।

মতবিনিময় সভায় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদকে একটি আদর্শ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদে রুপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। চলতি বর্ষে পরিষদের স্ব”ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় জনগণের মুখোমুখি অনুষ্ঠান, ওয়ার্ড পর্যায়ে প্রাক্ বাজেট আলোচনা সভা, উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে তথ্যবোর্ড ¯’াপন এবং বাৎসরিক উন্নয়ন অগ্রগতির বিররণী প্রকাশ করা হবে।

সভায় প্রধান অতিথি ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানে সনাক চকরিয়ায় বিভিন্ন কর্মসূচি আয়োজন করে যা”েছ। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রম তারই একটি অংশ। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদকে স্ব”ছ ও জবাবদিহিমূলক ও নাগরিক বান্ধব ও মডেল ইউনিয়নে পরিনত হোক এটাই সকলের প্রত্যাশা।”

সভার সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ মো.নুরুল আমিন বলেন “পরিষদের প্রতিটি উন্নয়ন কর্মকান্ড স্ব”ছতা ও দায়বদ্ধতার সাথে করে আসছি। জনগনের কাছে সব কর্মকান্ডের হিসাব তুলে ধরতে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে আয়োজন করব। আমরা আশা করব সরকার ও জনগণ নিশ্চই এর প্রতিদান দেবে।”

অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় ইউপি সদস্য নুর নেওয়াজ বেগম, সেতারা, জয়নাল আবেদীন, নুরুল আবছার, মো. ফরিদুল আলম, রফিক আহমদ, টিআইবির এসিস্টেন্ট ম্যানেজার মো. আবদুল গাফ্ফার ও ইয়েস দলনেতা মো. ইকবাল হোসাইন ও ইয়েস সদস্য ফাজিয়া তাজমিন মনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।