প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি তাহের নঈমের মুক্তি দাবী করেছেন সাংবাদিক নেতৃবৃন্দরা। এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, ২৫ আগস্ট মিয়ানমারে সংঘটিত সহিংস ঘটনার জেরধরে হোয়াইক্যং ঊনছিপ্রাংয়ে গড়ে উঠা রোহিঙ্গা ক্যাম্প মনিটরিং ও ত্রাণ বিতরণের জন্য স্থানীয় আওয়ামীলীগ সাংবাদিক তাহের নঈমের মালিকাধীন ৩টি কক্ষ ভাড়া নেয়।
এ ত্রাণ ও মনিটরিং সেলের একটি কক্ষে বেশ কিছুদিন ধরে কিছু লোকের অসমাজিক কার্যকলাপ দেখতে পাওয়ায় সাংবাদিক তাহের নঈম গত বুধবার কিছু চেয়ার,একটি ফ্যান ও লাইট তাঁর বাড়িতে নিয়ে রাখেন।
এ ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র শুক্রবার দিবাগত রাতে বা শনিবার ভোর রাতে ঐ ত্রাণ কেন্দ্রের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানারে ময়লা লাগিয়ে ঘৃণিত কাজ করেছেন। আমরা এ ধরনের ঘৃণিত কাজের নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনায় সাংবাদিক তাহের নঈম জড়িত নয় বিধায় তাঁর মুক্তি দাবী করছি। এছাড়া এধরনের ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। বিবৃতি দাতা সাংবাদিক নেতৃবৃন্দরা হলেন,টেকনাফ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্টাতা সদস্য হাফেজ মুহাম্মদ কাশেম,আশেক উল্লাহ ফারুকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী (দৈনিক আজাদী), প্রেসক্লাবের সাবেক সভাপতি এম কায়সার হামিদ,সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (বাংলাদেশ বেতার),সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল (দৈনিক যুগান্তর,মোহনা টেলিভিশন,আজকের দেশবিদেশ),প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গোলাম আজম খান(দৈনিক নয়াদিগন্ত),সাবেক যুগ্নসম্পাদক নুরুল হক (দৈনিক সংবাদ, দৈনিক সৈকত), ),প্রেসক্লাবের অন্যতম সদস্য আব্দুল্লাহ মনির (দৈনিক আমাদের সময়),মমতাজুল ইসলাম মনু(সম্পাদক,প্রবাল নিউজ ডটকম),প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ (দৈনিক হিমছড়ি),সাবেক দপ্তর সম্পাদক ডাঃ কায়সার পারভেজ চৌধুরী (দৈনিক আমাদের কক্সবাজার),সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সালাম (বাংলাভিশন,দৈনিক বাংলাদেশ প্রতিদিন), প্রেসক্লাব সদস্য জসিম উদ্দিন টিপু, মোঃ রশিদ,টিভি জার্নালিস্ট সোসাইটির আহবায়ক নুরতাজুল মোস্তফা শাহীন শাহ (আর টিভি,দৈনিক ভোরের কাগজ), টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ আমান(দৈনিক মানবজমিন),সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম(দৈনিক রূপসীগ্রাম),টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু (দৈনিক আজকের কক্সবাজার),সাধারণ সম্পাদক ফরহাদ আমিন (দৈনিক আমাদের অর্থনীতি), সিঃসহ-সভাপতি রাশেদ মাহমুদ রাশেল (দৈনিক আলোকিত সময়),যুগ্ন সম্পাদক জিয়াবুলহক(সুপ্রভাতবাংলাদেশ), মোজাম্মেল হক(দৈনিক ইনানী), হেলাল উদ্দিন(দৈনিকসৈকত),মাওঃমোঃ জুবাইর(দৈনিক আমাদের কক্সবাজার),সাদ্দাম হোসেন(দৈনিক আজকের কক্সবাজার),মোঃ রফিক(দৈনিক বাকখাঁলী), মোঃ শাহীন (দৈনিক সকালের কক্সবাজার),জামাল উদ্দিন মেম্বার(দৈনিক সমুদ্রবার্তা),হারুন সিকদার(দৈনিক গণসংযোগ),জাকারিয়া আলফাজ (দৈনিক আজকের দেশবিদেশ), মোঃ ইসলাম(নিউজ টেকনাফ),জিয়াউল হক জিয়া(দৈনিক সাগরদেশ),এটিএন ফায়সেল(দৈনিক সাগরদেশ),ফরিদুল আলম(দৈনিক কক্সবাজার ৭১),আনোয়ার(দৈনিক সকালের কক্সবাজার) নুরুল আমিন সিকদার (দৈনিক আজকের দেশবিদেশ), মোঃ শহিদুল্লাহ (দৈনিক ইনানী), রিয়াজুল হাসান খোকন(দৈনিক আজকের দেশবিদেশ), মাওঃ এম জুবাইর হোসেন(দৈনিক সৈকত),শামসুদ্দীন (দৈনিক কক্সবাজার ৭১), মোঃ আমিন(দৈনিক আলোকিত উখিয়া),হাবিবুল ইসলাম হাবিব(দৈনিক সমুদ্রকন্ঠ),শাহজাদী মোস্তফা(দৈনিক সকালের কক্সবাজার), প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।