সংবাদ বিজ্ঞপ্তি:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক “ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হেরিটেজ”(বিশ্ব প্রামান্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়ায় আনন্দ মিছিল ও ছাত্র-সমাবেশ করেছে কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ। রোববার বিকেলে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং কক্সবাজার জেলা ছাত্রলীগ এর নির্দেশে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার মেডিকেল কলেজ শাখা।