এন কবির, বান্দরবান:
বান্দরবানে চাকরী স্থায়ী করণ ও পেনশন প্রথা চালুর দাবীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচী পালন করেছে। রোববার সকালে দশটা থেকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানেও কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচী পালন করছে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত টানা পাঁচদিন প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচী পালিত হবে। সওজ বিভাগের জেলা অফিসে কর্মরত ৯৮ জন কর্মচারী কর্মসূচীতে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সওজ শ্রমিক ইউনিয়নের বান্দরবান জেলা সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এসএম কামাল প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক এসএম কামাল জানান, দীর্ঘদিন ধরে চাকরী করার পরও চাকরী নিয়মিত করণ এবং পেনশনপ্রথা চালু করা হচ্ছে না। ১৯৮৫ সালের পক্ষ থেকে এ পর্যন্ত ৩য়, ৪র্থ শ্রেণীর কোনো কর্মচারীকে নিয়মিত করা হয়নি। তখন প্রায় সাত হাজার কর্মচারী ছিলেন। এরমধ্যে দু’হাজারের অধিক কর্মচারী কর্মরত অবস্থায় মৃত্যুবরণ এবং মেয়াদ শেষে অবসরে চলে গেছেন। বর্তমানে সারাদেশে কর্মচারীর সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। যারমধ্যে রয়েছেন অফিস সহকারী, গাড়ী চালক, চোকিদার, মেকানিক, পিয়ন এবং খালাসী কাজের শ্রমিক। সরকারী চাকরীজীবি হয়েও অবসরে যাওয়ার পর কোনো অবসর ভাতা পাচ্ছেনা কর্মচারীরা। মৃত্যুবরণ এবং অবসরে যাবার পর কর্মচারীদের পরিবারেরা মানবেতন জীবন যাপন করছে। অবিলম্বী চাকরী স্থায়ী করণ ও পেনশনপ্রথা চালু’সহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবীতে এ আন্দোলন। কর্মবিরতি চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন অর্ধদিবস।