বিশেষ প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়া সাংস্কৃতিক একাডেমী কর্তৃক পরিচালিত চকোরী মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা গত ৩ নভেম্বর চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রাঙ্গনে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি হতে ৭ম শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫৫ ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। পরীক্ষা পরবর্তী খাতা মূল্যায়ন শেষে ওইদিনই ফলাফল প্রকাশ করা হয় এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জুবাইদুল হক ও সচিব এস.এম এরফান উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্মোক্ত ফলাফল জানানো হয়েছে।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন
দ্বিতীয় শ্রেণী: ২০৭০, ২০১৯, ২২২৯, ২২১০, ২০৭১, ২১৭৫, ২০১৬, ২২২৬, ২০৭৩, ২০৩৬, ২০২৪, ২১৩২, ২২৫১, ২১৮৯, ২১৭৮, ২০৩৪, ২২৪৯,২০২৫, ২২২২, ২০৩৫, ২২০৫, ২০৩৭, ২০২৩, ২১৫০, ২২৮১, ২০৫৪, ২০৬৩, ২১৩০, ২২০৪, ২১৮৭, ২০১৩, ২০১৪ মোট ৩২ জন।
তৃতীয় শ্রেণি: ৩১৭২,৩১১৬, ৩১৭৬, ৩১৬৯, ৩০৯২, ৩১৭৪, ৩১৮১, ৩১৮২, ৩২০৫, ৩১৭৮,৩১১৭, ৩১৯১, ৩১৬৮,৩১৭৩,৩২০০,৩২৯০, ৩১৭৯, ৩২৮৫, ৩০৪৩, ৩১৭৫ মোট ২০ জন।
চতুর্থ শ্রেণি: ৪১৮২,৪২৫১, ৪১৮০, ৪৩০৩, ৪২০৬, ৪১৮৪, ৪১৮৬, ৪২২০,৪১৪৩,৪১৮৩, ৪০৫৯,৪০৩৪, ৪২৩৭, ৪২৮৩,৪০৮০, ৪৩০৪,৪১২২, ৪২৮৪, ৪১৯১, ৪২৫৮, ৪২৯৮, ৪৩২২, ৪১৮৮, ৪১৭৮, ৪৩০২, ৪১২১, ৪৩০০, ৪২৫৬, ৪২৯৯, ৪৩১৫, ৪১২০, ৪১৮১, ৪১৯৫, ৪২৮০,৪১৯৪,৪০৩২, ৪২১৩, ৪২৯১, ৪২০৭, ৪১৮৭, ৪২৮৫,৪১২৩, ৪৩০৬,৪২৯০, ৪১৪৪, ৪০১১, ৪১১৮, ৪০৩৯, ৪২৫৩,৪০০৬,৪২৯৬, ৪১৯২, ৪২৬৫, ৪১৯০, ৪২৮১,৪০৯৫, ৪১৪৫ মোট ৫৭ জন।
পঞ্চম শ্রেণি: ৫২৪৭, ৫২৭৩,৫১৮২, ৫০৩০,৫২৮৬, ৫২৮৭, ৫২৭৭, ৫৩০৪, ৫০২৭, ৫২৯০,৫২৬০, ৫০০৯, ৫০২৮, ৫১৪৩, ৫১৯৪, ৫০৮৮,৫২৮৯, ৫০৩২, ৫১৪১, ৫১৮৩, ৫২৪১, ৫০৪১, ৫২৪৩, ৫১৫১, ৫৩০৩,৫২৮৪, ৫০৪৪,৫০৬৮, ৫৩২২,৫২১০, ৫০৬৭, ৫০৭০, ৫৩০০, ৫২৮৫, ৫১৪৪,৫২৮৮, ৫২৯১, ৫২৯৯, ৫০৭৫, ৫১৮১, ৫১৯৩, ৫০৪২, ৫১৯২ মোট ৪৩ জন।
ষষ্ঠ শ্রেণি: ৬০৭২, ৬১৫৭, ৬০৮৯,৬১৬২,৬০৩৮,৬১৩৬, ৬১৩৫, ৬১৫০, ৬০২৩,৬১৭০, ৬১৬০,৬১৫৪, ৬০১০,৬০০৬, ৬০৭০, ৬১৬১, ৬২৫৯, ৬১৬৩, ৬০২২, ৬১৬৫, ৬২৪৩, ৬০৬৫,৬১৭২,৬০৬০, ৬২৫৮,৬০০১, ৬১৪৮ মোট ২৭ জন।
সপ্তম শ্রেণি: ৭০৯৯, ৭১১৩, ৭১২০, ৭২৪৫, ৭২৫৯, ৭২৪৪, ৭১১৪, ৭২৬১, ৭০৯৪,৭২৪০, ৭০৪৪,৭২৪৩, ৭০৩৯, ৭১২৫, ৭০৪৬, ৭০৭৮, ৭০৬২, ৭১৫৬, ৭১৯২, ৭০৪৫, ৭০৪৭, ৭০০২, ৭০৮৪,৭১২৭, ৭২২৪,৭১১৬,৭২৪৭ মোট ২৭ জন, সর্বমোট ২০৭ জন বৃত্তি লাভ করেছে।
পরীক্ষায় কেন্দ্র প্রথম হয়েছে আবদুল্লাহ আস্ সোহান ৪র্থ শ্রেণি চকরিয়া কোরক বিদ্যাপীঠ, এছাড়াও ১ বছরের শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন; ২য় শ্রেণি: ১ম স্থান- নিয়ামুল কবির-বর্ণমালা একাডেমী, ২য় স্থান- মুনযারিন ইসলাম রামিশা-চকরিয়া কোরক বিদ্যাপীঠ, যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছেন- এস.এম সামিন ইয়াসির শিহাব-চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ও নাজমুল কাদের নাবিল-ইকরা একাডেমী। ৩য় শ্রেণি: ১ম স্থান- সৈয়দ কাছির আহমদ-চকরিয়া কোরক বিদ্যাপীঠ, ২য় স্থান- আফরিদা জাহিন-পালাকাটা কুসুমকলি শিক্ষা নিকেতন, ৩য় স্থান-তাহাভী ইবনে হানিফ আকিল- চকরিয়া কোরক বিদ্যাপীঠ। ৪র্থ শ্রেণি: আবদুল্লাহ আস্ সোহান-চকরিয়া কোরক বিদ্যাপীঠ, ২য় স্থান- নাফিসা তাসনিম এশা- ছাইরাখালী বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩য় স্থান- হাফিজ উদ্দিন মো: ছামীম-শিক্ষানীড়। ৫ম শ্রেণি: ১ম স্থান- ওয়াফি বিনতে শরীফ-চকরিয়া গ্রামার স্কুল, ২য় স্থান-তানজিনা রহমান- বহদ্দারকাটা চাইল্ড কেয়ার স্কুল, ৩য় স্থান- মো: সাইদুল আবরার গালিব- ডুলাহাজারা কলেজিয়েট ইনস্টিটিউট। ৬ষ্ঠ শ্রেণি: ১ম স্থান- মো: আবু বকর ছিদ্দিক-চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, ২য় স্থান-ইশরিকা মোমতারিন (ঐশী)- চকরিয়া কোরক বিদ্যাপীঠ, ৩য় স্থান- তাজকিয়াতুল জন্নাত রিহা- বরইতলী উচ্চ বিদ্যালয়। ৭ম শ্রেণি- দীপ্ত সুশীল শান্ত-চকরিয়া কোরক বিদ্যাপীঠ, শাহনাজ সোলতানা জুহি- চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও আনিকা তাহসিন আমরিন-চকরিয়া কোরক বিদ্যাপীঠ।
উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর চকরিয়ার ঐতিহাসিক বিজয় মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।