রোহিঙ্গাদের পাশে প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থা

প্রকাশ: ৫ নভেম্বর, ২০১৭ ০৮:২৯

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থা, চট্টগ্রাম এর পক্ষ থেকে ত্রাণ হিসেবে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম।

সংবাদ বিজ্ঞপ্তি:
বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী নিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে প্রত্যয় প্রবাসী কল্যাণ সংস্থা, চট্টগ্রাম। ২ নভেম্বর বিকালে উখিয়ার জামতলী এলাকার রোহিঙ্গাদের জন্য সংস্থার পক্ষ থেকে ১টি মসজিদ, ২ টি টয়লেট স্থাপন করা হয়। মুসলমানদের মাঝে বিতরণ করা হয় ২০০টি পবিত্র কুরআন শরীফ। অসহায় রোহিঙ্গাদের প্রায় ২ লাখ টাকা নগদ অর্থও দেয়া হয়। সংস্থাটির নেতৃবৃন্দ কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার (যুগ্ম-সচিব) মোহাম্মদ আবুল কালামের হাতে ওষুধসহ ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় প্রবাসী কল্যাণ সংস্থা, চট্টগ্রামের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক লায়ন এম. শফিউল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদ উল্লাহ, নির্বাহী সদস্য এডভোকেট জিয়াউল হক, আজীবন সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম রাহি উপস্থিত ছিলেন।