মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
কক্সবাজারের ইসলামপুরে মানসিক বিকৃত যুবক এক মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে। ৪ নভেম্বর কক্সবাজার সদর হাসপাতালে নিহতের পোস্ট মর্টেম সম্পন্ন হয়েছে। ঘাতক যুবককে জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। এর কয়েকদিন আগে কৈলাসেরঘোনা জামে মসজিদ সংলগ্ন হাফেজ খানায় তাকে বিরালি দিয়ে কপাল ও মাথায় উপর্যুপরী মারধর করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর সন্ধ্যায় ঐ ছাত্র মারা যায়। নিহত ওমর ফারুক (১০) কৈলাসেরঘোনা জামে মসজিদ সংলগ্ন হাফেজ খানার ছাত্র। নিহতের চাচা হারুনর রশিদ, রমজান আলী ও মোবারক আলী এ প্রতিনিধিকে জানান, কোন কারণ ছাড়াই মানসিক ভারসাম্যহীন এ যুবক তাকে উপর্যুপরী মারধর করে। এতে সে মারাত্মক জখম হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ইউছুপ আলী জানান, কপাল ও মাথায় প্রচন্ড আঘাতের কারণে শত চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ জানান, ৩০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রুবেল তার উপর হামলা করে। ঘাতক রুবেল স্থানীয় শামসুদ্দীনের পুত্র। ২নং ওয়ার্ড মেম্বার নুরুল আলম জানান, ঘাতক যুবক ও নিহত ছেলেটি একই এলাকার হলেও ইতিপূর্বে তাদের মধ্যে কোন ধরণের বিরোধ দেখা যায়নি। ঈদগাঁও তদন্ত কেন্দ্র ২য় কর্মকর্তা দেবাশীষ সরকার জানান, লাশটির ছুরত হাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।