প্রেস বিজ্ঞপ্তি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় আনন্দ র্যালী করেছে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা। শনিবার বেলা ৩টায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি ছাত্রনেতা মইন উদ্দীন ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা ওয়াসিফ কবিরের নেতৃত্বে শহরের শহীদ স্মরণি থেকে র্যালীটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেট্রোল পাম্প এলাকায় এসে শেষ হয়। পরে ফজল মার্কেটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালী সমাপ্ত করা হয়।
উল্লেখ্য- দেশব্যাপী ছাত্রলীগের ঘোষিত কর্মসূচীর আলোকে কক্সবাজারেও কর্মসূচী পালন করা হয়। এর আগে সকাল ১০টা থেকে কলাতলী চত্ত্বরস্থ ইউনিভার্সিটির সামনে বঙ্গবন্ধুর ০৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। আনন্দ র্যালীতে কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শাকিল, মেহেদী হাসান রাজ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক দিদারুল ইসলাম রুবেল, ইউনিভার্সিটি ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল ইসলাম, তারেক হোসেন মানিক, ইয়াছির আরফাত, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদোয়ান, ওসমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক নওশাদ শুভসহ ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন অনুষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।