মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
সাতকানিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে রক্ষা পেল সপ্তম শ্রেণির এক ছাত্রী। ছাত্রীর নাম নার্গিস আক্তার (১৪)। গত ২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেনের কার্যালয়ে দুই পরিবারের অভিভাবকদের দেখে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন জানান, সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নার্গিস আক্তারের সাথে পৌরসভার সতিপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. সোহেলের মধ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামে মসজিদে বিয়ের আকদ হওয়ার খবর পেয়ে তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দুই পরিবারের গার্ডিয়ানদের ঢেকে আমার অফিসে নিয়ে আসি। এসময় মেয়ের বাবা ও ছেলের বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝিয়ে বলি। এতে উভয় পক্ষ মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ে না দেয়ার জন্য রাজি হয়। ছাত্রীর বাবা জহির উদ্দিন বলেন, বাল্যবিয়ের কুফল সম্পর্কে না যেনে মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। ইউএনও’র কথা শুনে বুঝলাম আমরা ভুল করতে যাচ্ছি। তাই মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবো না বলে অঙ্গিকার করেছি।