মোহাম্মদ হোসেন,হাটহাজারী
পার্বত্য এলাকা থেকে কভার ভ্যানে করে পাহাড়ি মূল্যবান ৫শ ৯৪ ঘনফুট অবৈধ সেগুন কাঠ পাচারকালে জব্দ করেছে বন বিভাগ। গতকাল বুধবার (১ নভেম্বর) ভোর রাতে থেকে এসব কাঠ জব্দ করা হয়। জব্দকৃত সেগুন কাঠের মূল্যে আনুমানিক ১০ লক্ষ টাকা হবে বলে ধারণা করেছে সংশ্লিষ্ট কর্তারা।
প্রত্যক্ষদর্শী ও বিট স্টেশন সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ এর নেতৃত্বে হাটহাজারীর বিট স্টেশন কর্মকতা মো. শাহআলমসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমূখী একটি কভার ভ্যান (চট্টমেট্রো ট ১১-৬১২৫) চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের এগার মাইলের ফরেস্ট চেক পোস্ট এলাকায় পৌঁছলে গাড়িটি থামিয়ে চেক করার সময় ভিতরে রক্ষিত অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। এ সময় কাভার ভ্যান থেকে ৪শ ৬ টুকরা/৫শ ৯৪ ঘনফুট সেগুন কাঠ জব্দ করে। জব্দকৃত সেগুন কাঠের মূল্যে আনুমানিক ১০ লক্ষ টাকা।
এ ঘটনায় হাটহাজারী বিট স্টেশন কর্মকতা শাহআলম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার একটি মামলা (ইউডিওআর নং ৪/হাট (এস) ২০১৭/১৮) দায়ের করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।