বার্তা পরিবেশক :

কক্সবাজারের স্বার্থে এর ভূমিজ সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে সবার সচেতনতার বিকল্প নেই। কক্সবাজারের পরিবেশ বান্ধব উন্নয়নের যে আন্দোলন কক্সবাজার সোসাইটি করে যাচ্ছে সে আন্দোলনে আমিও শামিল। কউক ও কক্সবাজার সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন। গতকাল বিকাল ৪.০০টায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে কক্সবাজার সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেণ (অব:) ফোরকান আহমদ এসব কথা বলেন। কক্সবাজার সোসাইটির গৌরবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দান হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। দেশাত্ববোধক গান পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। গৌরবের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ড. মো: নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আলী, সি: সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্চিনিয়ার বদিউল আলম, সহ-সভাপতি করিম উল্লাহ কলিম, এড. আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক কল্লোল দে চৌধুরী, রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক উজ্জ্বল কান্তি দেব, মহিলা বিষয়ক সম্পাদক এড. সাকি এ কাউছার, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম মো: রাশেদ, বেসরকারী উন্নয়ন সংস্থা নোঙরের পরিচালক দিদারুল আলম রাশেদ, সি: সাংবাদিক মো: জুনাইদ, বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী সিপিবি নেতা কমরেড সমীর পাল, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী তামজিদ রিজুয়ান পাশা, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাতেমা আকতার মার্টিন, হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক অনীল দত্ত, স্বপন রায় চৌধুরী, বিশিষ্ট শিক্ষক আবু মুছা চৌধুরী ও সুমন, এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদ (আম্বিয়া) নেতা একে ফরিদ আহমদ, শহর জাসদ (আম্বিয়া) সভাপতি আলহাজ্ব মো: ইলিয়াছ, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, জেলা উদীচী সভাপতি কল্যাণ পাল, জেলা উদীচী সংগঠক বোরহান মাহমুদ, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সম্বয়ক আবদুল আলীম নোবেল, কক্সবাজার সোসাইটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ওমর কান্তি দাশ, আপ্যায়ন সম্পাদক নুর মোহাম্মদ, সোসাটির সদস্য মাছরুর উজ্জামান, মো: ইয়াকুব, দোলন ধর, শিল্পী এস এম সিরাজ, আজম খান, হৃদয়, মফিজ উল্লাহ, আমান উল্লাহ, শিক্ষক শফিউল্লাহ ও ধ্র“ব সেন দে প্রমুখ। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন মো: সামরান সিকদার। আলোচনা সভা শেষে সোসাইটির সংস্কৃতিক বিষয়ক শিল্পী সঞ্জিদ ধরের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।