নৌকা প্রতীক’কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন : মুজিবুর রহমান চেয়ারম্যান

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি জাতীয় সংসদ নির্বাচনের দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতার বিষয়টি। আমরা চাই নৌকা প্রতীককে বিজয়ী করে দেশকে এগিয়ে নিতে কক্সবাজারের পর্যটন নগরীকে অপরুপ সৌন্দর্য্যে সাঁজাতে। তিনি গতকাল বিকেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের প্রতিনিধি সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। মধ্যম নুনিয়াছড়া খানেখায়ে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিমুল হক আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শফিকুল কাদের কোম্পানী, পৌর আওয়ামী লীগের আসিফুল মওলা, সেলিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক হাসান মেহদী রহমান, কাউন্সিলর মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক এ বি ছিদ্দিক খোকন, শফিউল আলম বাশি, মোহাম্মদ আলম ও ওসমান গণী টুলু।