সংবাদ বিজ্ঞপ্তি :
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কক্সবাজার স্বাধীনতা সংগ্রাম পরিষদ সদস্য এডভোকেট মওদুদ আহমদের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯০ সালের ৩ নভেম্বর এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম মওদুদ আহমদ বর্ণাঢ্য জীবন শিক্ষকতা দিয়ে শুরু করেন। কক্সবাজার কলেজ প্রতিষ্ঠায় তিনি সক্রিয় অবদান রাখেন এবং অবৈতনিক ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। এছাড়া উখিয়া উচ্চ বিদ্যালয়, রতœাপালং উচ্চ বিদ্যালয়, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬৭ সালে কক্সবাজারে আইন পেশায় যোগদান করেন।
এড. মওদুদ ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলে ৬ দফার উপর শেখ মুজিবুর রহমান ভাষণ প্রদান অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। এছাড়া মহকুমা আওয়ামী লীগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রাম বিভাগীয় ও কক্সবাজার মহকুমায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসিন ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনতা সংগ্রাম পরিষদ কর্তৃক ট্রেজারার নিযুক্ত হন এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে বলিষ্ট ভূমিকা রাখেন। তিনি স্বাধীনতার পর ১৯৭২ সালে কক্সবাজার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই বছর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠা হলে প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য হন। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় রাজবন্দি হয়ে কারাবরণ করেন।
এডভোকেট মওদুদ আহমদের ২৭তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং পারিবারিকভাবে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।