সিবিএন:
বাংলাদেশ কৃষি ব্যাংক কক্সবাজার শাখার উদ্যোগে প্রকাশ্যে ঋন বিতরন কর্মসূচির ৩৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে ১০ টাকার ব্যাংক হিসাব খোলা ৮৩ জন গ্রাহকের মাঝে কক্সবাজারে ২৭ টি তফসিলি ব্যাংক এই ঋনের চেক বিতরন করেন। বাংলাদেশ ব্যাংকের ‘২০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের’ আওতায় এই ঋন প্রদান করা হচ্ছে।
কক্সবাজারের কলাতলির হোয়াইট অর্কিড হলরুমে এই কর্মসূচীর উদ্ধোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহিম। চেক প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক এর মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও পরিচালনা বিভাগ) ঠাকুর দাস কুন্ডু, কৃষি ব্যাংকের চট্টগ্রামের বিভাগীয় মহাব্যবস্থাপক ননী গোপাল দত্ত। এই সময় বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ কক্সবাজারের ২৭টি ব্যাংকের প্রতিনিধি ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।