আবদুর রাজ্জাক,কক্সবাজার :

কক্সবাজারের কলাতলী প্রধান সড়কের পশ্চিম পাশে সরকারি এক একর জমির উপর অবৈধ ভাবে নির্মিত কাশবন রেষ্টুরেন্ট, স্বপ্নচূঁড়া ট্যুরিষ্ট এজেন্সিসহ, বেশ কয়েকটি রুম ও নির্মাণাধীন দালান ও স্হাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এসব স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এসময় সরকারি কাজে বিভ্রান্ত করার অভিযোগে শহরের রুমালিয়ারছড়া এলাকার হাবিব উল্লাহ হাবিবকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজিম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান চলে। এসময় প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ১ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী সহকারি কমিশনার (ভূমি) নাজিম উদ্দীন জানান, উচ্ছেদ করা জমিটি সরকারি বাতিলকৃত প্লট ছিল। হাবিব উল্লাহ হাবিব নামের এক ব্যক্তি বিভাগীয় কমিশনার, কক্সবাজার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারি কমিশনার ভূমিকে বিবাদী করে ওই প্লটের উপর উচ্চ আদালতে একটি রিট করেন। রিটের সময় ছিল দুই মাস। আদালতে করা রীটের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে প্লটে থাকা কাশবন রেষ্টুরেন্ট, স্বপ্নচূঁড়া ট্যুরিষ্ট এজেন্সি, বেশ কয়েকটি রুম ও নির্মাণাধীন দালান উচ্ছেদ করা হয়েছে। এসময় সরকারি কাজে বিভ্রান্ত করার অভিযোগে বাদি হাবিব উল্লাহ হাবিবকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, উচ্ছেদ করা এই জমির পাশে আরো শতাধিক স্থাপনা রয়েছে। এই শতাধিক স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে বাতিলকৃত প্লটে। তাদের বৃহস্পতিবার বিকালের মধ্যে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। যদি কোনো বৈধ কাগজপত্র না থাকে তাহলে কয়েকদিনের মধ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে তিনি জানান।