এম শাহ আলম, কক্সবাজার:
উখিয়ার পালংখালির আঞ্জুমান পাড়া সীমান্তে আবারও প্রায় আড়াই হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে ঐ পাড়ে জড়ো হয়েছে প্রায় দশ হাজার রোহিঙ্গা নারী-পুরুষ। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোর থেকে মিয়ানমারের আরাকানের বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছুটে এসে সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে তারা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ধারনা করেছে আরাকানে আরও অতিরিক্ত সেনা মোতায়েন ও আজ অংসান সু চির সফরকে কেন্দ্র করে অজানা আতংকে তারা বাংলাদেশে প্রবেশে ধেঁয়ে এসেছে সীমান্তে।
এদিকে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, কর্মরত অনেক এনজিও রোহিঙ্গাদের মোবাইল ফোন কিনে দিয়েছে। তারা মোবাইলে মিয়ানমারে ফোন করে প্রতিনিয়ত স্বজনদের ডেকে নিয়ে আসছে বাংলাদেশে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৯ থেকে ১০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে এসে জিরো লাইনে অবস্থান নেয়ার সত্যতা নিশ্চিত করে চেয়ারম্যান গফুর বলেন,বর্তমানে বিজিবির বাধার মুখে রয়েছে তারা। হয়তো উর্ধ্বতন মহলের নির্দেশ ফেলে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাবে বিজিবি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।