বার্তা পরিবেশক :

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী সম্পাদিত, চট্টগ্রামের অন্যতম সংবাদপত্র দৈনিক আমাদের চট্টগ্রামের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন চকরিয়া প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক-চকরিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশের চকরিয়া প্রতিনিধি বি,এম হাবিব উল্রাহ। গত ২৯ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রামস্থ সম্পাদকের কার্যালয়ে পত্রিকার বিভিন্ন ক্যাটাগরীর কর্মকর্তাদের উপস্থিতিতে এ নিয়োগ মনোনয়ন চুড়ান্ত করা হয়। তা ১ নভেম্বর ২০১৭ ইংরেজী তারিখ হতে তা কার্যকর হয়। এ বিষয়ে সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন- সামগ্রিকভাবে কক্সবাজার জেলায় বি,এম হাবিব উল্লাহকে নিয়োগ দেয়ার পাশাপাশি চকরিয়ায় পত্রিকার একটি অফিস স্থাপন সহ জেলার বিভিন্ন উপজেলায় প্রতিনিধি নিয়োগের বিষয়েও তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।