মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে ডুবে নিখোঁজের ৪দিন পর শিশুর লাশ উদ্ধার হয়েছে। তাঁর নাম তাসকিন আহমদ রামিম (৪)। গত ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড় টায় উপজেলার বাজালিয়া ভোর বাজার আনোয়ার মেম্বারের ঘাটা এলাকায় নদীতে শিশুটির লাশ ভেসে উঠে। সেই বাজালিয়া মীরপাড়া সৌদি প্রবাসী আরিফুল হকের ছেলে।

বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন মো. শহিদুল্লাহ চৌধুরী বলেন, গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয়। দু’দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে তল্লাশী চালায়। রামিমকে ডুবুরির দল উদ্ধার করতে না পেরে অভিযান সমাপ্ত করে তারা। বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের স্থানের পশ্চিমে দু’শত মিটার দুরে শিশুটির লাশ ভেসে উঠে। স্থানীয়রা দেখে লাশটি উদ্ধার করে। সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. ইদ্রিচ বলেন, ১১ জন ডুবুরি দল দিয়ে দ’দিন নদীতে শিশুটি উদ্ধারে তল্লাশী চালানো হয়েছে। অভিযান সমাপ্তির একদিন পর পানিতে শিশুটির লাশ ভেসে উঠে।