বিদেশ ডেস্ক:
লিবিয়া উপকূল থেকে সাতজন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় ৯০০ জনকে। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার লিবিয়ার উপকূলের দক্ষিণ ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড। সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতিদিনিই অভিবাসীদের উদ্ধার করা হচ্ছে।
কোস্টগার্ডের এক মুখপাত্র জানায়, ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর একটি জাহাজ ভূমধ্যসাগরে টহলরত অবস্থায় ওই সাতজনের মরদেহ উদ্ধার করে। কিন্তু তাদের পরিচয় সম্পর্কে বা মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এছাড়া আটটি ভিন্ন অভিযানে ৯০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, চলতি সপ্তাহেই তাদের ইতালি নিয়ে যাওয়া হবে।
লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের চেয়ে এই বছরে অভিবাসী পাড়ি দেওয়ার সংখ্যা ৩০ শতাংশ কম। এক্ষেত্রে ভূমিকা রেখেছে লিবিয়ার কোস্ট গার্ড। চলতি সপ্তাহের শুরতেই তারা ২৯৯ জন অভিবাসীকে উদ্ধার করে।
মন্ত্রণালয় জানায়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৩৯৭ জন অভিবাসী ইতালি পৌছেছে। গত বছর এই সময়ে এর সংখ্যা ছিলো ১ লাখ ৫৯ হাজার ৪২৭ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, অন্তত ২ হাজার ৬৩০ জন মানুষ এই সাগরপথ পাড়ি দিতে গিয়ে মারা গেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।