বলরাম দাশ অনুপম:
পর্যটন নগরী কক্সবাজার শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুতের খুঁটি আর বিদ্যুৎ সংযোগ থাকলেও জ্বলেনা বাতি। ফলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে শহরের একাধিক এলাকা নিমজ্জিত থাকে অন্ধকারে। তা যেন এক ভূঁতড়ে পরিবেশ। এদিকে শহরের অলি-গলিতে বিদ্যুতের খুঁটিতে বাতি না থাকার কারণে এর সুযোগ নিচ্ছে অপরাধারীরা। ফলে সহসাই চুরি-ছিনতাইসহ নানা অপরাধের জন্য সন্ত্রাসীরা বেছে নিচ্ছে বাতিবিহীন এসব অলি-গলিকে। শুধু অপরাধ নয় সন্ধ্যার পর যেসব অলি-গলিতে বাতি থাকে না সেসব অলিগলির সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। দিন বা মাস নয় বছরের পর বছর ধরে এই অবস্থা চলতে থাকলেও সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নজরদারি নেই বললেই চলে।
বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন অলিগলির সড়কে সরেজমিনে গিয়ে এর বাস্তব চিত্রটা ফুটে উঠেছে। বিশেষ করে শহরের বাজারঘাটা (বিকেপাল সড়ক), হাসপাতাল সড়ক, বৈদ্যঘোনা, স্টেডিয়াম সড়ক, বইল্ল্যাপাড়া, জাদিপাহাড় সড়ক, থানার পেছন রোড, চাউল বাজার, শংকর মঠ এলাকা, লাবনী পয়েন্ট, শৈবাল রোড, হোটেল মোটেল রোড, সার্কিট হাউজ রোড, বিজিবি ক্যাম্প এলাকা, সিটি কলেজ এলাকা, কালুর দোকান, রুমালিয়ারছড়া, বার্মিজ মার্কেট, বাজারঘাটা, লালদিঘীর পাড়, বঙ্গবন্ধু সড়ক, এন্ডারসন রোড, সৈকত স্কুল মোড়, হলিডে মোড়, ডায়াবেটিক পয়েন্টসহ একাধিক এলাকায় অলিগলিতে বিদ্যুতের খুঁটি ও বিদ্যুৎ সংযোগ থাকলেও বাতি জ্বলেনা। এসব এলাকায় সন্ধ্যা হলেই অন্ধকারে ডেকে যায়। তখন মনে হয় পর্যটন শহর নামে খ্যাতি অর্জনকারি শহরটির বিভিন্ন অলিগলি যেন অজপরাগাঁয়ের নমুনা। আবার যে গুলিতে বাতি আছে সেখানেও অনেকটা বিকল। বাতি নষ্ট ও খুঁটিতে বাতি না থাকার কারণে একদিকে যেমন ঘটছে হরেক রকম দুর্ঘটনা অন্যদিকে ঘটছে নানা প্রকার চুরি ছিনতাইসহ অপরাধ মূলক কর্মকান্ড। অন্ধকারকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু বখাটে যুবক ও ছিনতাইকারি চক্র ভ্রমণে আসা পর্যটক আর স্থানীয়দের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে প্রয়োজনীয় মালামালসহ নগদ অর্থ।
শহরের বৌদ্ধ মন্দির সড়ক এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানায়, অন্ধকারকে পুঁজি করে প্রায় সময় বৌদ্ধ মন্দির ও আশ পাশের সড়কে ছিনতাইকারিরা প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পর্যটন এলাকার ভূঁতড়ে পরিবেশ দুর করে রাস্তা ঘাটে ও অলিগলিতে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে আলো ফিরিয়ে আনা খুবই জরুরী বলে মনে করেন তিনি। অন্যদিকে বাজারঘাটা এলাকার ব্যবসায়ি মোঃ মোস্তফা জানান, নানা অপকর্মের পাশাপাশি বিদ্যুৎ খঁটিতে বাতি না জ্বলাকে পুঁজি করে প্রতিনিয়ত রাতের অন্ধকারে বিভিন্ন সড়ক ও উপ-সড়কের অলিগলির অন্ধাকারস্থানে মাদকসেবী যুবকের আসর বসে। এসময় পথচারীসহ রিক্সা, টমটম ও নানা প্রকার যানবাহনের যাত্রিরা মাদক সেবন কারিদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে বসে। পর্যটন এলাকার অন্ধকার দুর করে আলো ফিরিয়ে আনতে পৌর কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসি।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীকে একাধিকবার ফোন করার পরও রিসিভ না করায় বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।