ইফতেখার শাহজীদ,কুতুবদিয়া :
কুতুবদিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে পন্ড হয়ে গেছে। ১ নভেম্বর (বুধবার) উপজেলার ধূরুং বাজারের উত্তর পাশে প্রদীপ পাড়ায় বাল্য বিবাহের আয়োজনটি হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ পাড়ার তপন সিকদারের ধূরুং হাই স্কুলে নবম শ্রেণিতে পড়–য়া মেয়ে প্রিয়া সিকদার মনি (১৪)‘র সাথে বড়ঘোপ ইউনিয়নের বাদল দাশের ছেলে চন্দন দাশের সাথে বুধবার রাতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি পুলিশের সহায়তায় বিয়েটি বন্ধ করে দেন। প্রিয়া সিকদার মনি নবম শ্রেণিতে পড়ে বলে ধূরুং হাই স্কুলের প্রধান শিক্ষক মোরশেদুল আলম এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
থানার এএসআই জাহেদুল আলম বলেন, খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন। পরে মেয়েটিকে স্কুলে পাঠানোর প্রতিশ্রুতি নিয়ে উপস্থিত কুতুবদিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার দাশ, প্রভাষক সমীর কান্তি দাশ ও প্রধান শিক্ষক মোরশেদুল আলমসহ সংশ্লিষ্টদের জিম্মায় দেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চৌধুরী বাল্য বিয়ের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দিয়েছেন বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।