শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:

ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে বেপরোয়া টমটমের চাপায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। ১ নভেম্বর সন্ধ্যায় খোনকারখীল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তামিম (১১) ঈদগড় কাটাজঙ্গল এলাকার ছুরত আলমের পুত্র। সে দীর্ঘদিন যাবত খোনকারখীলস্থ তার নানা মাষ্টার মুস্তাফিজুর রহমানের বাড়িতে থেকে আসছে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মোর্শেদ জানান, রাস্তা পারাপারকালে চৌফলদন্ডী থেকে ঈদগাঁওর দিকে আসা দ্রুতগামী টমটমের নিচে সে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপর বিক্ষুদ্ধ জনতা ঘাতক টমটম ও এর কিশোর চালককে আটক করে। পরে ইউপি চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল ও স্থানীয় মেম্বার জয়নাল আবেদীনের কাছে তাকে সোপর্দ করলে তারা সমাধা করবে বলে তাকে ছেড়ে দেয়। জানতে চাইলে মেম্বার জয়নাল বলেন, ক্ষতিপূরণের দাবী না থাকায় তারা চালককে ছেড়ে দিয়েছেন। অন্যদিকে গাড়ীটি এখনো ঘটনাস্থলে রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী মোর্শেদ।

এ ব্যাপারে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ সংক্রান্ত কোন ঘটনা তাকে কেউ জানায়নি বলে জানান। নিহত শিশুটির মরদেহ ঈদগড়ে নিয়ে গেছে তার স্বজনরা। সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।