আবুল কাশেম সাগর, রামু:
রামুতে সামজিক বনায়নের পাহাড় কেটে বসত ভিটা ভরাট করে চলেছে প্রভাবশালী মহল। খোঁজ নিয়ে জানা যায়, রামু উপজেলার খুনয়িাপালং ইউনিয়নের ধুয়াপালং গ্রামের ৬নং ওয়ার্ডের নজির আহমদ মেম্বারের ছেলে হাবীব উল্লাহর নেতৃত্বে ২০০৪-০৫ সনের সামাজিক বনায়নের পাহাড় কেটে মাটি দিয়ে দিনে দুপুরে বসত ভিটা ভরাটের কাজ অব্যাহত রেখেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কদিন ধরে এসব প্রভাবশালী স্থানীয় নজির আহমদ মেম্বারের সন্তান পরিচয়ে প্রশাসনকে তোয়াক্কা না করে দিন দুপুরে পাহাড় কেটে পিকআপ যোগে ধুয়াপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে বসত বাড়ি ভরাট করে চলছে। অভিযোগ রয়েছে ধুয়াপালং রেঞ্চ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে সামাজিক বনায়ন কর্মসুচির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয়রা বার বার অবহিত করার পর কোন ধরণের ব্যবস্থা গ্রহণ না করায় পরিবেশ ধবংসকারী এ ধরণের পাহাড় কাটা অব্যাহত রেখেছে প্রভাবশালীরা।
এ ব্যাপারে ২০০৪-০৫ সনের সামাজিক বনায়নের সভাপতি ও সম্পাদকসহ স্থানীয়র কক্সবাজার দক্ষিণ বন বিভাগ কর্মকর্তা ও এসিএফকে মৌখিকভাবে জানিয়েছেন বলে জান গেছে।
এ দিকে দিন দুপুরে পরিবেশ ধবংস করে সরকারী সামাজিক বনায়নের পাহাড় কেটে বসতবাড়ি ভরাট করায় প্রশাসনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অনতিবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনসহ পরিবেশবাদীদের হস্তক্ষেপ কামনা পূর্বক পাহাড় কাটা বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।
খুনিয়াপালংয়ে সামাজিক বনায়নের পাহাড় কেটে বসতভিটা ভরাট
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে