হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
‘যুবদের জাগরণ-বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে টেকনাফে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র বিতরণ। টেকনাফ উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব সংগঠন সমুহের যৌথ উদ্যোগে এ কর্মসুচীর আয়োজন করা হয়।
১ নভেম্বর সকাল ১১টায় র্যালী প্রদক্ষিণ করে। এতে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, যুব সংগঠন সমুহের প্রতিনিধি, মিডিয়াকর্মী, প্রশিক্ষিত যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করেন। র্যালী শেষে আলোচনা সভা টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। এতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির। টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন প্রধান অতিথি এবং টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিস তাহেরা আক্তার মিলি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সিএস মঞ্জুর আলমের উপস্থাপনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রশিক্ষিত যুব ফরিদ আলম, জালাল উদ্দিন, ফাতেমা বেগম, আবদুল হক প্রমুখ। এ অনুষ্টানে মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণে অংশগ্রগণকারী ২০ জন যুবক এবং ২০ জন যুব মহিলাকে অতিথিগণ আনুষ্টানিকভাবে সার্টিফিকেট বিতরণ করেন। এরা হলেন শামিম আরা (১৯), রিমা বড়–য়া (২২), দিলআরা বেগম (২০), রিমু মল্লিক (৩৩), মরজিন নুর হাসনা (১৯), মুনমুন নন্দী (২৩), তাহমিনা আক্তার (২৩), হোসনে আরা আক্তার (১৯), মনিকা শীল (২০), ইয়াসমিন আক্তার (২৪), আয়েশা আক্তার (২০), শাহিদা আক্তার (১৯), শামিমা আক্তার (১৮), সাবেকুন্নাহার (১৮), তাহেরা আক্তার মিলি (৩৮), তন্নী পাল (১৮), রুবী আক্তার (১৮), জন্নাত আরা (১৭), আয়েশা সিদ্দিকা (২১), রুপা সেন (১৬), ফিরোজ আলম (২৪), মোঃ হাতেম (২০), মোঃ আবদুল্লাহ (২৪), মুরতজা হাসান (১৯), শাকের আহমদ (২৬), আবুল কালাম (২৬), মোঃ তাহের, নুরুল আলম (২৮), মোঃ আলমগীর (১৯), আফতাব উদ্দিন (২৩), হাসান আহমদ (২৮), মঞ্জুর আলম (২৬), বদরুল হুদা (২০), অনুপ পাল (৩৩), আনোয়ার হোসেন (২৬), ওমর ফারুক (২০), রাহমত উল্লাহ (২৬), হাবিবুর রহমান (২৬), জুবাইর হোছন (২৮), আবদুল হক (২৬)।
উক্ত অনুষ্টানে নারী উন্নয়ন ফোরামের ব্যবস্থাপনায় টেকনাফে শিক্ষা প্রতিষ্টানগুলোতে ক্রীড়া ও বিনোদন সামগ্রী বিতরণ করা হয়। নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও টেকনাফ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিস তাহেরা আক্তার মিলি জানান ক্রীড়া ও বিনোদন সামগ্রীর মধ্যে রয়েছে হারমোনিয়াম, লুডু, দাবা, ভলি বল, নেট। তালিকাভুক্ত ২০টি শিক্ষা প্রতিষ্টানে (স্কুল-মাদ্রাসা) এসব সামগ্রী দেয়া হবে। উদ্বোধনী দিনে এজাহার গার্লস হাইস্কুল, সাবরাং হাইস্কুল ও এমপি বদি সরকারী প্রাইমারী স্কুলে দেয়া হয়েছে। সাবরাং হাইস্কুলের পক্ষে গ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক প্রবীর কান্তি মজুমদার, সহকারী শিক্ষক মোঃ রফিক ও সনজিদা আক্তার, এজাহার গার্লস হাইস্কুলের পক্ষে সহকারী শিক্ষক জয়নাল আবেদীন এবং এমপি বদি সরকারী প্রাইমারী স্কুলের পক্ষে মাস্টার মোঃ আমিন। টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ রফিক উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির, সিএ ছৈয়দ হোছাইন মামুন, সিএস মঞ্জুর আলম, উপজেলা মৎস্য দপ্তরের শহীদুল আলম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী এসময় উপস্থিত ছিলেন।