মহেশখালী সংবাদদাতা :

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে সন্ত্রাসীদের ফের আনাগোনার ফলে নিরাপদে চলতে পারছেনা সাধারন ব্যবসায়িরা।
গতকাল ( ১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় দক্ষিন ঝাপুয়ার মৃত হাজ্বী মোঃ ছৈয়দের পুত্র লবন ব্যাবসায়ি মোস্তাক আহমদ লবন বিক্রির টাকা নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে দক্ষিন ঝাপুয়া টুইট্যার চা দোকানের সামনে গেলে স্থানীয় মৃত মৌলভী মােঃ হোছনের পুত্র বহু মামলার পলাতক আসামী মোজাম্মেল হক,ও জহির আলম অর্তকিত ভাবে হামলা করে মোস্তাক আহমদের উপর। এসময় লবণ ব্যবসায়ির কাজ থেকে নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।
তাকে ব্যাপক মারধর করেছে বলে স্থানীয়রা জানান।
এব্যাপারে মোস্তাক আহমদ বাদী হয়ে মহেশখালী থানায় লিখিত এজাহার দায়ের করেছে।
বিষয় নিশ্চিত করেছেন কালারমারছড়ার পুলিশ ফাড়ির আইসি গাজি রাজু আহমেদ।
তিনি জানান, তদন্ত করে অভিযোক্তদের বিরুদ্ধে দ্রুত আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সম্প্রতি সময়ে কালারমারছড়াকে ফের অশান্ত করতে কয়েকটি গ্রুপ রিতিমত দিনের বেলায় সাধারন মানুষের উপর হামলা করে যাচ্ছে।
ফলে ব্যবসায়ি থেকে শুরু করে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ আতংকিত রয়েছে।
এই সন্ত্রাসীদের কে দ্রুত অভিযান চালিয়ে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান স্থানীয় বাসিন্দারা।