প্রেস বিজ্ঞপ্তি :

গত ৩০ অক্টোবর উখিয়া শরণার্থী ক্যাম্পে ন্যাশনাল এসোসিয়েশন ফর রিসার্চ ইমপ্রুভমেন্ট (নারী)’র উদ্যোগে এবং কোস্টাল এরিয়া রিসার্চ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (কার্ডমা)’র সহযোগিতায় নির্যাতিত পাঁচশত রোহিঙ্গা মহিলা ও শিশুদের জন্য খাবার বিতরণ, জন্মনিয়ন্ত্রনের উপকরণসহ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। নারী’র সভাপতি হাসনা মওদুদ অসহায় রোহিঙ্গা মহিলা ও শিশুদের প্রতি তাঁর সহানুভূতি প্রকাশ করে অবিলম্বে তাদের জন্য ন্যায় বিচারের দাবী জানান। এসময় হাসনা মওদুদের সাথে ছিলেন ন্যাশনাল এসোসিয়েশন ফর রিসার্চ ইমপ্র“ভমেন্ট (নারী)’র সহ সভাপতি জনাবা আসফা হোসেন, কোষাধ্যক্ষ জনাবা নাসরিন আউয়াল মিন্টু, সদস্য জনাবা শামীমা রাহীম প্রমূখ।