সিবিএন :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রিলি (১ম পব) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ।   ৩১ অক্টোবর ২০১৭’ তারিখে ঘোষিত মার্ষ্টাস চুড়ান্ত প্রিলি ১ম পর্ব ২০১৫ সালের পরীক্ষার ফলাফলে কক্সবাজার সিটি কলেজ অভাবনীয় ফলাফল অর্জন করেছে । ঘোষিত ফলাফলে কক্সবাজার সিটি কলেজ হতে মোট ৪৬৪ জন পরীক্ষাথী অংশ নিয়ে পাশ করেছে ৩৯৫ জন ।  প্রথম শ্রেণীতে পাশ করেছে ২৮জন। কলেজের পাশের হার ৮৪.৯৫% এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশের হার ৮১.১২ % ।

৬টি বিভাগের ফলাফল :-

রাষ্ট্র বিজ্ঞান – ১ম শ্রেণী – ১৪জন ,২য় শ্রেণী – ১৮৩ জন ও ৩য় শ্রেণীতে পাশ করেছে -৩জন ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ – ১ম শ্রেণী – ১জন ,২য় শ্রেণী – ৫৪জন ও ৩য় শ্রেণীতে পাশ করেছে -৩জন ।

অর্থনীতি – ১ম শ্রেণী – ৯জন ,২য় শ্রেণী – ৪৩জন ও ৩য় শ্রেণীতে পাশ করেছে -১জন ।

সমাজ বিজ্ঞান – ১ম শ্রেণী – ১জন ,২য় শ্রেণী – ৪৩ জন ও ৩য় শ্রেণীতে পাশ করেছে -১জন ।

ম্যানেজমেন্ট – ১ম শ্রেণী – ২জন ,২য় শ্রেণী – ৪৩জন ।

একাউন্টিং – ১ম শ্রেণী – ১জন ,২য় শ্রেণী – ১৯জন।

কলেজ অধ্যক্ষ ক্য থিং অং জানান , কলেজের শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষকদের পাঠদানের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের একাগ্রতা এধরনের ভাল ফলাফল অর্জনের ভূমিকা রেখেছে।