প্রেস বিজ্ঞপ্তি :

স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর গৌরবের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা লালদিঘীরপাড়স্থ কক্সবাজার জেলা জাসদের কার্যালয়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক এডঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পরিতোষ বড়–য়ার সঞ্চালনায় জেলা জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন-উখিয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এডঃ রফিক উদ্দিন চৌধুরী (এপিপি), জেলা জাসদের সিঃ সদস্য রূপনাথ চৌধুরী নাচ্ছু, শহর জাসদের সভাপতি মোহাম্মদ হোসাইন মাসু, সাংগঠনিক সম্পাদক নুর আহমেদ, জেলা দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, সহ-সম্পাদক অমিত বড়–য়া, মহেশখালী উপজেলা জাসদের সভাপতি আশরাফুল করিম সিকদার নোমান, সদর উপজেলা জাসদের সভাপতি লশকর আলী, জেলা জাসদ সদস্য-মাহতাবুল ইসলাম, জাতীয় শ্রমিক জোট সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, বাংলাদেশ ছাত্রলীগ জেলা সভাপতি আব্দুর রহমান, শহর সভাপতি, কায়সার হামিদ, জেলা জাসদ সদস্য আবু তৈয়ব, ইব্রাহিমসহ প্রমুখ। বক্তারা বলেন জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ চিরতরে উৎখাত করার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনার দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং কক্সবাজারের স্থানীয় সমস্যা সমূহ চিহ্নিত করে অচিরেই জেলা জাসদ আন্দোলনের কর্মসূচী ব্যবস্থা করবে।