সিবিএন:
কক্স টিউব(Cox Tube) এর ব্যানারে নির্মিত “গর্বিত ছেলে’ শিরোনামে একটি সামাজিক শর্টফ্লিম নিয়ে দর্শকদের সামনে আসছে অভিনেতা রেজাউল করিম ও জয়া শর্টফ্লিম টি পরিচালনা করেন মরজিয়া খানম। সহকারি পরিচালক হিসেবে আছেন ইয়াছিন। আজ রিলিজ হচ্ছে “গর্বিত ছেলে’র প্রথম গান ‘পাগল’ শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছে এই সময়ের উদীয়মান কণ্ঠ শিল্পী ইমরান মাহমুদুল। কক্সবাজারে বিভিন্ন সুন্দর ও মনোরম লোকেশনে চিত্র গ্রহণ করে শর্টফ্লিমটির।
অভিনেতা রেজাউল করিম এবং পরিচালক মরজিয়া খানম, সিবিএন কে বলেন আশা করি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।দর্শকদের শিক্ষনীয় কিছু দেওয়ার চেষ্টা করতেছি। সবার ভালো বাসা পেলে সামনে আরও ভালো কিছু দেয়ার চেষ্টা করবো
‘গর্বিত ছেলে’ শর্টফ্লিমে আরো অভিনয় করছেন, কক্সবাজার টিয়েটারের মার্টিন, লাবণ্য, বাহার উদ্দিন, জাহিদ এবং আরো অনেকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।