সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার পৌর ১নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়া থেকে তৌফিক তুষার নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়ে গেছে। ২৮ অক্টোবর বেলা ১২টা দিকে স্কুল শেষে সে বাড়িতে আসে। ওই দিন বেলা ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আত্মীয়-স্বজন এবং সম্ভাব্য সকল জায়গায় অনেক খুঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় তার পিতা-মাতা এবং পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়ে। বর্তমানে ছেলের শোকে পাগল অবস্থায় আছেন তার মা।
নিখোঁজ ছাত্রের বয়স ১৩ বছর। সে পৌর ১নং ওয়ার্ডের কক্সন মাল্টিমিডিয়া স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্র। তার পিতার নাম ওমর ফারুক বাদশা। মাতার নাম তছলিমা আক্তার।
উচ্চতা ৪ফুট ৫ইঞ্চি। এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়েছে। যার নং- ১৬৯২। তারিখ ৩০/১০/১৭ইং। কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিম্ন ঠিকানায় জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: মোবাইল: ০১৮২০১২৯২৯০/০১৮৭২-১১০৫০০/০১৮২৫০৮২৯৫৪।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।