সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ৩০ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন পরিচালনা কমিটির সভাপতি মাহাবুব মোরশেদ। এর আগে সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে ফলাফল হস্থান্তর করেন পরিক্ষা নিয়ন্ত্রক শ্বেতলাল চন্দ্র দাশ। ফলাফল প্রকাশের সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম, পরিচালনা কমিটির সদস্য বেলাল উদ্দিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল সভাপতি মাহবুব মোর্শেদ বলেন, আশা করি পরীক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষার চেয়ে ফাইনাল পরীক্ষায় ভাল ফলাফল করবে। তার জন্য স্কুল কর্তৃপক্ষ আধুনিক শিক্ষাসহ প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম জানান, নির্বাচনী পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের আগামী ৫ নভেম্বরের মধ্যে অফিস সহকারীর কাছে নির্ধারিত ফি: জমা দিয়ে এস.এস.সি পরীক্ষার দাখিলা ফরম পূরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।