এম.জিয়াবুল হক,চকরিয়া :
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ অক্টোবর বিকালে উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ভেন্ডিবাজারস্থ আপন কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম এমএ’র সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় উপজেলার অধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগকে আগামী নির্বাচনকে সামনে রেখে আরো গতিশীল এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য গুরুত্বপূর্ন সিন্দ্বান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সরওয়ার আলম, মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, আলহাজ ফজলুল করিম সাঈদী, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, মিজবাউল হক, নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাষ্টার আবদুল জলিল, সাইফুদ্দিন মামুন, আহমদ কবির মেম্বার, আলমগীর রাজু, রুস্তম শাহরিয়ার, এনামুল হক, আনন্দ দাশ, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল কাইয়ুম, কৈয়ারবিল ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, বমুবিলছড়ি ইউনিয়নের সভাপতি সোলতান আহমদ, হারবাংয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, ফাশিয়াখালীর সভাপতি সাহাবউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার, খুটাখালীর সাধারণ সম্পাদক বেলাল আজাদ, কৈয়ারবিল সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, বরইতলী সভাপতি মাষ্টার বেলাল আহমদ, সাধারণ সম্পাদক ডা: নুরুল আমিন, বমুবিলছড়ির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সভার সিন্দ্বান্তক্রমে আহমদ কবির মেম্বারকে চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।