নিজস্ব প্রতিবেদক :
রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন।
ঢাবি সাদা দল : গতকাল এক বিবৃতিতে ঢাবি সাদা দলের শিক্ষকেরা বলেন, বেগম খালেদা জিয়ার গাড়িবহরে যে ধরনের হামলা হয়েছে তা কোনো সভ্য সমাজে চিন্তাই করা যায় না। হামলাকারীরা প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছে। বিএনপি নেতাকর্মী ছাড়াও গাড়িবহরে থাকা বিভিন্ন সংবাদমাধ্যমের গাড়িতেও হামলা চালানো হয়। ঢাবির বিএনপি জামায়াত সমর্থিত সাদা দল এ বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এবং একই সাথে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।। ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক ড. মো: আবদুর রশীদ, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. সদরুল আমিন, ড. মো: সিরাজুল ইসলাম, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো: লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মো: আবুল কালাম সরকার, ড. দিলীপ কুমার বড়ুয়া, ড. মো: মোশাররফ হোসাইন ভূঁইয়া, ড. মো: এমরান কাইয়ুম, ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, ড. মো: আতাউর রহমান মিয়াজী, মো: মুজাহিদুল ইসলাম, ইসরাফিল প্রামাণিক রতন, ড. মো: আবদুর রব প্রমুখ।
ইউট্যাব : এ দিকে ইউট্যাবের এক বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু শনিবার কক্সবাজার যাওয়ার পথে ফেনীসহ বিভিন্ন স্থানে তার গাড়িবহরে হামলা চালিয়ে সরকার চরম কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। শিক্ষক নেতৃবৃন্দ বেগম জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিবৃতিতে স্বাক্ষরকারী ইউট্যাব নেতৃবৃন্দের মধ্যে অন্যতম হলেন, সহসভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ড. ফরিদ আহমেদ, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক আমিনুল ইসলাম মজুমদার, অধ্যাপক সৈয়দ আবুল কালাম আযাদ, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক এম ফরিদ আহমেদ, ড. গোলাম রব্বানি, ড. মাহফুজুল হক, ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), ড. এম এ বারি মিয়া, অধ্যাপক খায়রুল (শাবিপ্রবি), ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), অধ্যাপক তোজাম্মেল (ইবি)