আবুল বশর পারভেজ , মহেশখালী :
মহেশখালীতে ইস্কনের বিশাল শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্টিত । প্রতি বছরের ন্যায় এই বছর ও শ্রী শ্রী আদিনাথ নাম হট্ট সংঘের উদ্যোগে শ্রী শ্রী আদিনাথ মন্দির প্রাঙ্গনে ২৮ ও ২৯ অক্টোবর ১৭ইং তারিখ ২ দিন ব্যাপী ইস্কনের বিশাল উদ্দিপনায় অন্নকূট মহোৎসব অনুষ্টিত হয়। উক্ত অন্নকূট মহোৎসব এর সমাবেশে আর্শিবাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্কনের প্রথম সন্যাসী ও সহ সভাপতি শ্রীমৎ ভক্তি প্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ। শুভ উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কক্সবাজার এর সম্মানীত ট্রাস্টী অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইস্কনের যুগ্ন সাধারন সম্পাদক ও কক্সবাজার ইস্কন মন্দিরের সম্মানিত অধ্যক্ষ শ্রীমান রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইস্কনের গৃহস্থ কাউন্সিলের সম্পাদক শ্রীযুক্ত বলরাম করুনাময় দাস অধিকারী।বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিভিষন কান্তি দাশ, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা সভাপতি শ্রীযুক্ত ব্রজ গোপাল ঘোষ, আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অব) শিক্ষক বৈষ্ণব প্রবর দুলাল ভট্টাচার্য,সাবেক কমিশনার শ্রীযুক্ত সনজিত পাল,পৌর কাউন্সিলর শ্রীযুক্ত রতন কান্তি দে,ধর্মানুরাগী ও পল্লী চিকিৎসক শ্রী যুক্ত প্রদীপ কুমার দাশ,শ্রী যুক্ত রনজিত দে,বিশাল অন্নকূট মহোৎসব সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউপি মেম্বার শ্রী যুক্ত চিত্ত রঞ্জন দে।
বক্তারা বলেন, শ্রী শ্রী গিরি গোর্বধন পূজা ও অন্নকূট মহোৎসবের মাহাত্য ও গুরুত্ব ব্যাখ্যা করেন। ইসকনের শিক্ষা ও জীবন আর্দশ সত্যিই অনেক সুন্দর যা জন কল্যাণ কর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।