নুসরাত পাইরিন :
আজ সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল- কিশোর বাতায়ন ও আমার জেলা আমার অহংকার প্রতিযোগিতা বিষয়ক অবহিত করন সভা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন,বিশেষ অতিথি ছিলেন- মো: রফিকুল ইসলাম সুজন,এডুকেশনাল টেকনোলজি এক্সপার্ট A2i প্রোগ্রাম,প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা এবং মো: কবির হোসেন সহযোগী অধ্যাপক ঢাকা TTC, সভাপতিত্ব করেন- মো: আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি।
এছাড়া আর ও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা Ambassador বৃন্দ, ৮ টি উপজেলা হতে আগত শিক্ষা কর্মকর্তাবৃন্দ,স্কুল- কলেজ ও মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ এবং ১২০ জন শিক্ষার্থী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক । এরপরে Ambassador দের পরিচিতি পর্ব এবং কিশোর বাতায়ন ও জেলা ব্রান্ডিং এর ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে অবহিত করা হয়।
সভার একটি উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষার্থীদের নিয়ে মুক্ত আলোচনা।এই আলোচনার শুরুতে তাদের ১০ মিনিট সময় দেওয়া হয় জেলা ব্রান্ডিং নিয়ে ব্রেইন স্টোর্মিং করার জন্য।এরপর শিক্ষার্থীরা একে একে তাদের আইডিয়া গুলো উপস্থাপন করে।কক্সবাজার জেলা ব্রান্ডিং নিয়ে তাদের আইডিয়া গুলো ছিল-
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, শুটকি, মহেশখালী ডিজিটাল আইল্যান্ড, কুতুবদিয়া বাতিঘর, রামু রাবার বাগান,রামু বৌদ্ধ মন্দির, সেন্টমার্টিন প্রবাল দ্বীপ, ছেড়া দ্বীপ, পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ, টেকনাফের মাথিন কূপ,সাফারি পার্ক,চীনা বালি,চিংড়ী, লবন,লাল কাকড়া,বাংদেশের দ্বিতীয় বৃহত্তম সুন্দরবন,বার্মিজ মার্কেট ইত্যাদি সহ ৪০ টির ও বেশি ব্রান্ড তারা উপস্থাপন করে।
শিক্ষার্থীদের প্রাণবন্ত ও সক্রিয় অংশগ্রহণ দেখে জেলা প্রশাসক সহ A2i কর্মকর্তারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং কক্সবাজার জেলাকে দেশে নয় বিশ্বের দরবারে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
কক্সবাজারকে দেশে নয়, বিশ্বের দরবারে তুলে ধরা হবে : জেলা প্রশাসক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
