হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী টেকনাফের সারিয়ং খাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী বিয়ার জব্দ করেছে বলে জানা গেছে। জব্দকৃত বিয়ারের মুল্য ৯৩ হাজার ৫০০ টাকা। জব্দকৃত বিয়ার পরবর্তী কার্যক্রমের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী চট্রগ্রাম পুর্ব জোনের জোনাল কমান্ডার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান ‘৩০ অক্টোবর সকাল সোয়া ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ এর একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আলী আক্তার ও সিনিয়র চীফ পেটি অফিসারের নেতৃত্বে টেকনাফ থানার অন্তর্গত চারিয়ং খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যাক্ত অবস্থায় ১৫৬ ক্যান সিংহা বিয়ার এবং ৩১ ক্যান চ্যাং ক্লাসিক বিয়ার জব্দ করে। উক্ত অভিযানে কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য ৯৩ হাজার ৫০০ টাকা। জব্দকৃত বিয়ার পরবর্তী কার্যক্রমের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।